Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

২৯ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪১তম (অধিবর্ষে ২৪২তম) দিন। বছর শেষ হতে আরো ১২৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৮২৫- পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।
  • ১৮৩১- মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
  • ১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।
  • ১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো-চীন যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়।
  • ১৯৪৭- ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
  • ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
  • ১৯৫৬ - খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
  • ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা
  • জাতীয় ক্রীড়া দিবস (ভারত)
  • মিশরীয় বর্ষপঞ্জিকা: প্রথম দিন থথ
  • পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস ৷
  • খনি শ্রমিক দিবস (ইউক্রেন)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংসদ বাঙালি চরিতাভিধান, সম্পাদনাঃ সুবোধচন্দ্র সেনগুপ্ত এবং অঞ্জলি বসু, ১ম খণ্ড, সংশোধিত পঞ্চম সংস্করণ, সাহিত্য সংসদ, ২০১০, কলকাতা

বহিঃসংযোগ

সম্পাদনা