Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

৩০ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৪তম (অধিবর্ষে ৩৬৫তম) দিন। বছর শেষ হতে আরো এক দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৭৩০ - জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।
  • ১৮০৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
  • ১৮০৩ - গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
  • ১৮৯৬ - ফিলিপাইনের ম্যানিলায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপিনো জাতীয়তাবাদি জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
  • ১৯০০ - অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।
  • ১৯০৬ - পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়।
  • ১৯১৯ - লিঙ্কন্স ইন প্রথমবারের মত নারী বার শিক্ষার্থী ভর্তি করে।
  • ১৯২২ - সোভিয়েত ইউনিয়ন গঠিত।
  • ১৯২৫ - কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৩ - সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন।
  • ১৯৪৭ - দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।
  • ১৯৫৯ - চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৫ - ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনের রাষ্ট্রপতি হন।
  • ১৯৭২ - স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন।
  • ১৯৭২ - ভিয়েতনাম যুদ্ধ: যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে বোমা বর্ষণ বন্ধ করে।
  • ১৯৯২ - বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত।
  • ১৯৯৩ - ইসরায়েলভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
  • ১৯৯৭ - চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।
  • ১৯৯৯ - সাবেক বিটলস জর্জ হ্যারিসন তার ফ্রাইয়ার পার্কের বাসভবনে মাইকেল আব্রাম কর্তৃক আক্রান্ত হন।
  • ২০০৬ - মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলা।
  • ২০০৬ - ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা
  • স্লোভাকিয়ার স্বাধীনতা ঘোষণা দিবস
  • রিজাল ডে (ফিলিপাইন)
  • খাঞ্জা উৎসবের পঞ্চম দিন(আমেরিকা)
  • জাতীয় প্রবাসী দিবস (বাংলাদেশ)

বহিঃসংযোগ

সম্পাদনা