Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
বিষয়বস্তুতে চলুন

আলাস্কা পেনিনসুলা বাদামি ভাল্লুক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পেনিনসুলা বিয়ার
পেনিনসুলার ভাল্লুক শিকার খোজছে।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
পরিবার: উর্সিডে
গণ: উর্সাস
প্রজাতি: উ.আর্ক্টোস
উপপ্রজাতি: উ.আ.গাইয়াস

আলাস্কা পেনিনসুলা বাদামি ভাল্লুক হলো বাদামি ভাল্লুকের একটি উপপ্রজাতি। এই ভাল্লুকের বৈজ্ঞানিক নাম উর্সাস আর্কটোস গাইয়াস। আগে এই ভাল্লুককে গ্রিজলি ভাল্লুকের উপপ্রজাতি বলে মনে করা হতো।[] এই ভাল্লুক পেনিনসুলার গ্রিজলি নামেও পরিচিত। এটি একটি বিশাল ভাল্লুক।

বৈশিষ্ট্য ও আচরণ

[সম্পাদনা]

আলাস্কা পেনিনসুলা বাদামি ভাল্লুক তৃতীয় বৃহত্তম ভাল্লুক। কয়েক সেন্টিমিটার কম হওয়ার কারণে এটি দ্বিতীয় হতে পারে নি। এই ভাল্লুকের দৈর্ঘ্য ২.৪ মিটার ও উচ্চতা ১.৩ মিটার।

এই ভাল্লুক বড় হওয়ায় এর রাগ অনেক। কেউ যদি এই ভাল্লুকের বিরক্ত করে তাহলে এই ভাল্লুক ওই লোকটির উপর আক্রমন করে। কোনো কোনো সময় এরা ক্ষুধায় এবং বিরক্তহীনভাবে রেগে গেলে আক্রমন করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Brown Bear"। Alaska Department of Fish and Game।