Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

২৮ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৯তম (অধিবর্ষে ২১০তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।
  • ১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
  • ১৯৫০ - তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।
  • ১৯৬৩ - জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।
  • ১৯৬৭ -পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।
  • ১৯৭৪ - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
  • ১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।
  • ১৯৮৮ - চীনে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা