Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
বিষয়বস্তুতে চলুন

মাল্টার ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাল্টার উপগ্রহ চিত্র

কোমিনো

মাল্টা ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি ইতালির সিসিলি দ্বীপের প্রায় ১০০ কিমি দক্ষিণে এবং আফ্রিকা মহাদেশের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কতগুলি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। এদের মধ্যে কেবল মাল্টা, গোজো ও কোমিনো দ্বীপে মনুষ্যবসতি আছে। দ্বীপগুলির তটরেখা অনিয়মিত, ফলে এগুলিতে অনেক প্রাকৃতিক পোতাশ্রয় আছে।