Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
বিষয়বস্তুতে চলুন

২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রাশিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে
রাশিয়া


রাশিয়ার জাতীয় পতাকা
আইএএফ কোড RUS
জাতীয় ফেডারেশন সর্ব-রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশন
বাহ্যিক লিঙ্ক
২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
 মস্কো
প্রতিযোগী সংখ্যা ১০৫
পদক স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
সর্বমোট
১৭

২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রাশিয়া (ইংরেজি: Russia at the 2013 World Championships in Athletics) স্বাগতিক দেশ হিসেবে অংশগ্রহণ করে। রাজধানী মস্কোর সর্ববৃহৎ স্টেডিয়াম হিসেবে খ্যাত লাঝনিকি স্টেডিয়ামে ১০-১৮ আগস্ট, ২০১৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১১৯ জন রুশ প্রতিযোগী ১৪শ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দ্বিতা করে। ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জপদকসহ ১৭টি পদক নিয়ে রাশিয়ার ক্রীড়া দলটি এ প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকার করে।

পদক বিজয়ী

[সম্পাদনা]

নিম্নলিখিত রুশ ক্রীড়া প্রতিযোগীগণ চ্যাম্পিয়নশিপে পদক জয় করেন:

পদক ক্রীড়াবিদ ক্রীড়াবিষয়
 স্বর্ণ আলেকসান্দর ইভানভ ২০ কিলোমিটার হাঁটা
 স্বর্ণ এলিনা লাশম্যানোভা ২০ কিলোমিটার হাঁটা
 স্বর্ণ ইয়েলেনা ইসিনবায়েভা পোল ভল্ট
 স্বর্ণ তাতিয়েনা লিসেঙ্কো হ্যামার থ্রো
 স্বর্ণ আলেকসান্দর ম্যানকভ দীর্ঘ লাফ
 স্বর্ণ নাতালিয়া অ্যান্টয়ুখ
তাতিয়ানা ফিরোভা
জুলিয়া গুশচিনা
অ্যান্তোনিনা ক্রিভোশাপকা
জেনিয়া রিঝোভা
৪ × ৪০০ মিটার রিলে
 স্বর্ণ ভেতলানা শকোলিনা উচ্চ লম্ফ
 রৌপ্য অ্যানিজিয়া কিরদিয়াপকিনা ২০ কিলোমিটার হাঁটা
 রৌপ্য মিখাইল রিঝভ ৫০ কিলোমিটার হাঁটা
 রৌপ্য ইয়েকাতেরিনা কোনেভা ট্রিপল জাম্প
 রৌপ্য মারিয়া সাভিনোভা ৪০০ মিটার
 ব্রোঞ্জ অ্যান্টোনিনা ক্রিভোশাপকা ৪০০ মিটার
 ব্রোঞ্জ সার্গে শুবেনকভ ১১০ মিটার হার্ডলস
 ব্রোঞ্জ মাকসিম দিলদিন
লেভ মোসিন
সার্গে পেটুখভ
ভ্লাদিমির ক্রাসনভ
৪ × ৪০০ মিটার রিলে
 ব্রোঞ্জ আন্না চিচেরোভা উচ্চ লম্ফ
 ব্রোঞ্জ দিমিত্রি তারাবিন বর্শা নিক্ষেপ
 ব্রোঞ্জ মারিয়া আবাকুমোভা বর্শা নিক্ষেপ

বহিঃসংযোগ

[সম্পাদনা]