Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

১৯৪৭-এর পর ভারত, পাকিস্তান ও বাংলাদেশ

সুমিত পান্ডে

দুই শতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশ শাসন করার পর, ১৯৪৭ সালের আগস্টে অবশেষে ব্রিটেন শাসনক্ষমতা উপমহাদেশের মানুষের কাছে হস্তান্তর করে।

২০২২ সালের আগস্ট মাস ব্রিটেনের ভারত ত্যাগের পৌনে এক শতাব্দী সূচিত করছে। উপমহাদেশের বিভাজনের মাধ্যমে তৈরি হওয়া এই তিনটি দেশ এই সময়জুড়ে ঠিক কোনপথে এগিয়েছে তা নির্ণয় করতে এখানে আমরা নয়টি ছক ও চিত্র ব্যবহার করেছি।