Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় গোডাউনে বিস্ফোরণ: দগ্ধ আটজনের সকলেই মারা গেছেন


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
বাংলাদেশের রাজধানী ঢাকার কামারপাড়া এলাকার রাজাবাড়িতে একটি গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ, শাহিন মিয়া (২৫) নামে আরও একজন শুক্রবার (১২ আগস্ট) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃত্যু-সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

শাহীন মিয়া ছিলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন, ঐ বিস্ফোরণে দগ্ধ আট জনের শেষ ব্যক্তি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, “৪০ শতাংশ দগ্ধ শাহিন রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

বাচ্চু মিয়া জানান, এর আগে এ ঘটনায় দগ্ধ আরও ৬ জন মারা গেছেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “৬ আগস্ট বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গোডাউনে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছিলেন।”

XS
SM
MD
LG