Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে নারীদের প্রতিবাদ মিছিল: তালিবানের গুলি, মারধর


কাবুল, আফগানিস্তান।
কাবুল, আফগানিস্তান।

কাবুলে নারীদের একটি প্রতিবাদ সমাবেশ চলাকালে শনিবার নিরাপত্তা বাহিনী আকাশে গুলি চালায় এবং তালিবান শাসনের বিরুদ্ধে প্রতিবাদরত নারীদের মারধর করে। এই ইসলামী গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতা দখলের এক বছর পূর্তির ঠিক আগে, ডজনকয়েক নারী, শিক্ষা, কাজ ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকারের দাবি জানিয়ে প্রতিবাদ করছিলেন।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা “আমরা কাজ, রুটি, ও স্বাধীনতা চাই” বলে স্লোগান দিচ্ছিলেন। তারা আফগানিস্তানের রাজধানীতে অবস্থিত শিক্ষা মন্ত্রক অভিমুখে মিছিল করে যাচ্ছিলেন। পথিমধ্যে এই বিরল সরকারবিরোধী মিছিলে তালিবান বাহিনী সহিংসভাবে বাধা দেয়।

প্রতিবাদকারীদের বহন করা একটি ব্যানারে লেখা ছিল “১৫ আগস্ট একটি কালো দিবস”। তারা কাজ ও রাজনৈতিক অংশগ্রহণের দাবি জানিয়ে “ন্যায়বিচার, ন্যায়বিচার” বলে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে, মিছিলে অংশ নেওয়া অনেক নারীই হিজাবে মুখমণ্ডল ঢেকে রাখেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাছের দোকানগুলোতে আশ্রয় নেওয়া কয়েকজন নারী প্রতিবাদকারীকে তাড়া করা হয় এবং নিরাপত্তা বাহিনী তাদের রাইফেলের বাট দিয়ে সেসব নারীকে আঘাত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঐ মিছিলের ভিডিওতে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায় এবং তালিবান সদস্যদেরকে নারীদের ওপর হামলা করতে দেখা যায়। তারা আফগানিস্তানের সাংবাদিকদেরও মিছিলের সংবাদ সংগ্রহ করতে সহিংসভাবে বাধা দেয়।

শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত নারীদের ছত্রভঙ্গ করতে তালিবানের “অতিরিক্ত বলপ্রয়োগের” খবরে টুইটারে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

XS
SM
MD
LG