Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

অ্যাকসেসিবিলিটি লিংক

গুপ্তচরবৃত্তি আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত


ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা বলছেন যে, তল্লাসী পরওয়ানা খুলার বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টে দেয়া নোটিশ সম্পর্কে তিনি আপত্তি করেননি। আগস্ট ২০২২-এ তোলা ছবি।
ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা বলছেন যে, তল্লাসী পরওয়ানা খুলার বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টে দেয়া নোটিশ সম্পর্কে তিনি আপত্তি করেননি। আগস্ট ২০২২-এ তোলা ছবি।

এ সপ্তাহের শুরুর দিকে, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগো থেকে ১১ সেট গোপন নথি উদ্ধার করার পর, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইনের সম্ভাব্য লঙ্ঘন এবং অন্যান্য অপরাধের তদন্ত শুরু করেছে।

শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালত তল্লাসীর অনুমোদন দেয়া ওয়ারেন্টটি উন্মোচন করে। সেখানে তিনটি ফেডারেল অপরাধকে চিহ্নিত করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এগুলোকে পেতে চাইছিল বিচার বিভাগ। অপরাধগুলো হচ্ছে; গুপ্তচরবৃত্তি আইনের লঙ্ঘন, ন্যায়বিচারে বাধা এবং সরকারি নথির অপরাধমূলক ব্যবহার।

এসময়, কারও বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি।

তল্লাসীকালে পাওয়া সম্পদের মধ্যে রয়েছে; এফবিআই এজেন্টদের উদ্ধার করা ২০টির বেশি বাক্স ভরা নথি। এগুলোর মধ্যে রয়েছে অতি গোপন, গোপন এবং গোপনীয় লেবেলযুক্ত নথি। এছাড়া, এগুলোর মধ্যে, প্রেসিডেন্টের জন্য গুরুত্বপূর্ণ দলিল, বিবিধ গোপন নথি, ফটো এবং হাতে লেখা নোট রয়েছে।

১৯১৭ সালের গুপ্তচরবৃত্তি আইন অনুসারে, জাতীয় প্রতিরক্ষার সঙ্গে যুক্ত কোন তথ্য সংগ্রহ, ছবি তোলা বা কোন বিবরণ অনুলিপি করা নিষিদ্ধ। যদি ধারণা বা বিশ্বাস করার মতো কারণ থাকে যে, এসব তথ্য, ছবি বা বিবরণ যুক্তরাষ্ট্রের স্বার্থপরিপন্থী অথবা অন্য কোন বিদেশি রাষ্ট্রের জন্য সহায়ক, তবেই আইন অনুসারে এগুলো নিষিদ্ধ।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফেলো পল আর. পিলার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সাথে কাজ করেছেন ২৮ বছর।তিনি বলেন, এ ধরনের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উচিৎ এ ধরনের ব্যত্যয় যে গোয়েন্দা সূত্র ও পদ্ধতির যে ক্ষতি করতে পারে সেগুলো রক্খা করা। বিশেষ করে মানব-সুত্র। কেননা তথ্যপ্রদানকারীদের পরিচয় ফাঁস হওয়ার সম্ভাবনা দেখা দিলে তারা বিপদগ্রস্থ হতে পারে।

ট্রাম্প এক লিখিত বিবৃতিতে বলেন "প্রেসিডেন্ট বারাক হুসেইন ওবামা ৩৩ মিলিয়ন পৃষ্ঠার নথি রেখেছিলেন, যার বেশিরভাগই গোপনীয়।"এর মধ্যে কয়টি পারমাণবিক অস্ত্রের সাথে সম্পর্কিত কি?”

ন্যাশনাল আর্কাইভস তাৎক্ষণিকভাবে একটি বিবৃতি ট্রাম্পের বক্তব্যকে নাকোচ করে দিয়েছে।বলেছে, “ওবামার ক্ষমতা ছাড়ার পর, তারা নিবিড়ভাবে প্রেসিডেন্টের রেকর্ডসমুহ বস্তুগতভাবে ও আইনি ভাবে তাদের নিয়ন্ত্রনে নিয়েছে।

এফবিআই এবং বিচার বিভাগের এই অভূতপূর্ব পদক্ষেপের ফলে সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্ররা বাইডেন প্রশাসনের সমালোচনা করে।

রিপাবলিকান এলিস স্টেফানিক বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে জো বাইডেনের সবচেয়ে বড় সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষ। আর সময়টা হলো, যখন গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের জন্য ১০০ দিনেরও কম সময় বাকি।"

XS
SM
MD
LG