Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলকে লক্ষ্য করে ইরানের একাধিক ড্রোন নিক্ষেপ; ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের লৌহ দৃঢ় সমর্থনের কথা বললেন বাইডেন


প্রেসিডেন্ট জো বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন ইরানের নিক্ষিপ্ত ড্রোন ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে। শনিবার সন্ধ্যায় তিনি জানান ইসরাইল প্রস্তুত রয়েছে।

গত সপ্তাহে বিমান আক্রমণে সিরিয়ায় দু’জন ইরানি জেনারেল নিহত হবার পর থেকে ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরান বলছে এই আক্রমণের পেছনে ইসরাইল ছিল এবং প্রতিশোধ নেয়ার সংকল্প ব্যক্ত করে। ইসরাইল ঐ আক্রমণ সম্পর্কে কোন মন্তব্য করেনি।

ইরানের ড্রোন হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান ইরান কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করেছে। কর্মকর্তাটি এই আক্রমণ সম্পর্কে প্রকাশ্যে কিছু আলোচনা করেননি এবং নাম প্রকাশ না করার শর্তে দ্য এসোসিয়েটডে প্রেসের সঙ্গে কথা বলেন।

শনিবার দিনে আরও আগের দিকে ইসরাইলি সামরিক বাহিনী জানায় যে সাবধানতা অবলম্বন করে তারা স্কুল বন্ধ করে দিচ্ছে এবং ১,০০০ লোকের বেশি জনসমাবেশ নিষিদ্ধ করেছে।

এ দিকে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্রী অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা টিম তাকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করছে এবং তিনি তাদের সঙ্গে আজ বিকেলে হোয়াইট হাউসে বৈঠক করবেন। তাঁর নিরাপত্তা টিমটি ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে অব্যাহত ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তারা যুক্তরাষ্ট্রের সহযোগী ও মিত্র দেশগুলির সঙ্গেও যোগাযোগ করছেন। প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে স্পষ্ট করেই বলেছেন, ইসরাইলের প্রতি আমাদের সমর্থন লৌহ দৃঢ় । যুক্তরাষ্ট্র ইসরাইলের জনগণের পাশে দাঁড়াবে এবং ইরানের এই হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরক্ষাকে সমর্থন করবে।

XS
SM
MD
LG